বান্দরবান পার্বত্য জেলা দুর্গম পাহাড়ী এলাকা হলেও এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিধায় জাতীয় পর্যায়ে এ জেলার গুরুত্ব অনস্বীকার্য। বিস্তীর্ণ পাহাড়ী এলাকায় অবস্থিত অশ্রেণীভুক্ত বনাঞ্চল মূল্যবান কাঠ ও বনজ সম্পদে পরিপূর্ণ। একই সঙ্গে এ জেলার উপর দিয়ে প্রবাহিত সাঙ্গু ও মাতামুহুরী নদী উৎপাদিত বনজ সম্পদ আহরণ ও বিপননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ জেলার উৎপাদিত প্রধান বনজ দ্রব্যের মধ্যে সেগুন, গামারী, গর্জন, শিল কড়ই, তৈলসুর ইত্যাদি মূল্যবান কাঠ ও বাঁশ প্রধান।

কৃষিজ দ্রব্যের মধ্যে আনারস, কলা, পেঁপে, কমলা, লেবু ও আলু সর্বোচ্চ উৎপাদিত ফসল। তবে এই অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রচুর বিন্নি চাল উৎপাদন। সাদা, লাল ও কালো এই তিন রকমের বিন্নি চালের উৎপাদন এই অঞ্চলে দেখা যায়। তাছাড়া, এই অঞ্চলের জুমের ভুট্টার স্বাদ বেশ সুস্বাদু।

মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক উত্তরাধিকার সমৃদ্ধ বান্দরবান পার্বত্য জেলা ঠিক যেন ছবির মত। দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গসহ সর্বত্র সবুজ-শ্যামলিমা গিরিশ্রেণীর এক অপরূপ দৃশ্য এ জেলায়। ভারত ও মায়ানমার এ দুটি দেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত দেশের সর্বাধিক সংখ্যক উপজাতির বসবাস সংবলিত এ জেলা স্বকীয় বৈশিষ্ট্যে স্বাতন্ত্র্যমণ্ডিত। এখানকার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে পর্যটন-কেন্দ্রিক হয়ে উঠছে। এর ফলে পর্যটকদের সমাগম বেড়ে উঠছে এবং সাথে সাথে প্রাকৃতিক দূষণের হারও বাড়ছে।

দর্শনীয় স্থান

জাদিপাই ঝর্না
জাদিপাই ঝর্ণা
নাফাখুম
নাফাখুম জলপ্রপাত
বান্দরবান জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
  • আমিয়াখুম জলপ্রপাত
  • আলীকদম গুহা
  • আলীকদম সেনানিবাস
  • কিয়াচলং লেক
  • ঋজুক জলপ্রপাত
  • কেওক্রাডং
  • চিম্বুক পাহাড় ও উপজাতীয় গ্রাম
  • চিংড়ি ঝর্ণা
  • জাদিপাই ঝর্ণা
  • জীবননগর
  • ডামতুয়া ঝর্ণা
  • ডিম পাহাড়
  • তাজিংডং
  • তিনাপ সাইতার
  • ত্লাবং ঝর্ণা
  • নাফাখুম জলপ্রপাত
  • নীলগিরি পর্যটন কেন্দ্র
  • নীলাচল
  • প্রান্তিক লেক
  • বগাকেইন লেক
  • বগাকাইন হ্রদ
  • বগাকাইন হ্রদ
  • বান্দরবান সরকারি কলেজ
  • বান্দরবান সেনানিবাস
  • বুদ্ধ ধাতু জাদি
  • মেঘলা পর্যটন কেন্দ্র
  • রাইখিয়াং খাল; বাংলাদেশের দীর্ঘতম খাল।
  • রাজবিহার এবং উজানিপাড়া বিহার
  • রেমাক্রী
  • লুং ফের ভা সাইতার
  • শৈলপ্রপাত
  • সাকা হাফং
  • সাতভাইখুম জলপ্রপাত
  • সাফাখুম জলপ্রপাত




যোগাযোগ ব্যবস্থা

আলীকদম
থানচি থেকে আলীকদম
বান্দরবান জেলায় যোগাযোগের প্রধান দুইটি সড়ক চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক এবং চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।এছাড়া জেলার আভ্যন্তরীণ সংযোগ সড়কগুলো হল চিম্বুক-রুমা, বান্দরবান-রোয়াংছড়ি-রুমা, আজিজনগর-গজালিয়া-লামা, খানহাট-ধোপাছড়ি-বান্দরবান, বান্দরবান-চিম্বুক-থানচি-আলীকদম-বাইশারী-ঘুমধুম এবং চিম্বুক-টংকাবতী-বার আউলিয়া। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।




চিত্রশালা

Post a Comment

Previous Post Next Post