কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
Kuakata is a beach and tourist destination in southwestern Bangladesh. Kuakata is known to tourists as the "Daughter of the Sea". Kuakata is one of the most natural beaches in Bangladesh with a length of 18 km. It is the only beach in Bangladesh where both sunrise and sunset can be seen.
অবস্থান-Location

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার ও বরিশাল থেকে ১০৮ কিলোমিটার।
Kuakata is located in Latachapali union of Mahipur police station in Kalapara upazila of Patuakhali district. Its distance from Dhaka by road is 360 km and from Barisal is 108 km.

দর্শনীয় স্থান-Places of interest
ফাতরার বন -Forest of Fatra
 সমুদ্রসৈকতের পশ্চিম দিকের সংরক্ষিত ম্যানগ্রোভ বন, যা 'দ্বিতীয় সুন্দরবন' হিসেবে পরিচিত
The mangrove forest on the west side of the beach is known as the 'Second Sundarbans

কুয়াকাটারা 'কুয়া' -Kuakatara 'Kuya
 কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছে রাখাইন পল্লী কেরানীপাড়ার শুরুতেই একটা বৌদ্ধ বিহারের কাছে রয়েছে একটি প্রাচীন কুপ;
An ancient well near a Buddhist monastery at the beginning of Rakhine village Keranipara near Kuakata beach

সীমা বৌদ্ধ বিহার -Seema Buddhist Monastery 
প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন সীমা বৌদ্ধ বিহার, যাতে রয়েছে প্রায় সাঁইত্রিশ মন ওজনের অষ্ট ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি
In front of the ancient well is the ancient boundary Buddhist monastery, which has a meditative Buddha statue made of eight metals weighing about thirty-seven manas.
আলীপুর বন্দর -Alipore Port
কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মৎস্য ব্যবসা কেন্দ্র আলীপুর
About four kilometers north of Kuakata is Alipur, one of the largest fishing centers in the south.
মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার-Misripara Buddhist Monastery
- কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আবাসস্থল মিশ্রিপাড়ায় রয়েছে একটি বৌদ্ধ বিহার, যাতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি
 Misripara, a Rakhine abode about eight kilometers east of Kuakata beach, has a Buddhist monastery with the largest Buddhist statue in the subcontinent;
গঙ্গামতির জঙ্গল-Gangamati Jungle
কুয়াকাটা সমুদ্র সৈকতের পূব দিকে গঙ্গামতির খালের পাশে গঙ্গামতি বা গজমতির জঙ্গল;
Gangamati or Gajamati Jungle on the east side of Kuakata Beach, along the Gangamati Canal;

হোটেল এবং রেস্টুরেন্ট-Hotels and restaurants

(1)কুয়াকাটা হোটেল নেস্ট-Kuakata Hotel Nest -5 star
(2)কুয়াকাটা গ্র্যান্ড হোটেল ও সি রিসর্ট-Kuakata Grand Hotel & Sea Resorts-4star
(3)হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল, কুয়াকাটা-Hotel Graver Inn International, Kuakata 5 star

তাছাড়া আরও নামিদামি কম দামে আরো অনেক হোটেল আপনারা এখানে পাবেন

Moreover, you will find many more hotels here at lower prices








Post a Comment

Previous Post Next Post