সিলেট উত্তর-পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাই মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট ২০০৯ সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে।[১] সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপুর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল অর্থমন্ত্রী ছিলেন সিলেটি। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, বিছনাকান্দির স্বচ্ছ জলরাশি পর্যটকদের টেনে আনে বার বার। এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। [৩] সিলেটের পাথর, বালুর গুণগতমান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে [৩]। স্বাধীনতা যুদ্ধে এ জেলার ভূমিকা অপরিসীম। জেনারেল এম,এ,জি ওসমানী এ জেলারই কৃতী সন্তান। হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান এর পবিত্র মাজার শরীফ এ জেলায় অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। আসে বিপুল সংখ্যক পর্যটক। সিলেট এর স্থানীয় ভাষা ‘‘সিলটি ভাষা’’র একটি বিশেষত্ব রয়েছে যা অন্য অঞ্চল থেকে আলাদা। এ ছাড়া নাগরী বর্ণমালা নামে সিলেটের নিজস্ব বর্ণমালা ও রয়েছে। শীত মৌসুমে সিলেটের হাওর গুলো ভরে ওঠে 

অতিথি পাখির কলরবে।
সিলেটের দর্শনীয় স্থান

শাহ জালালের দরগাহ, সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত ১৩০৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহ জালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে।
Dargah of Hazrat Shahjalal
Shah Jalal's Dargah is a spiritual site in the city of Sylhet, originally the residence and last tomb of Shah Jalal, a Western preacher of Islam who came to Bangladesh in 1303 AD. This Dargah is located on a hill at the northern end of Sylhet city. According to some, the Muslim civilization and religion of Sylhet land has spread around this dargah.


জাফলং, বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত, একটি পর্যটনস্থল। জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত, এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিতJaflong is a tourist destination in Gowainghat upazila of Sylhet, Bangladesh. Jaflong, 62 km northeast of Sylhet city [1], is located at the foot of the Khasia-Jainta hills bordering Meghalaya in India, and is known as one of the most popular tourist destinations in Bangladesh.

রাতারগুল জলাবন

সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে, গুয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর: শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার।জলে নিম্নাংঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করেন পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা[২]— ডিঙিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বন বিট অফিস থেকে।
The forest is located in Fatehpur Union, Gowainghat, Sylhet District, south of the Gwain River. On the south side of the forest there are two haors: Shimul Beel Haor and Neva Beel Haor. Its distance from Sylhet city is 26 km. Tourists flock here at different times, especially during the monsoon season, to see the forest trees standing submerged in the water. Boats are needed to travel through the forest, but they have to be dinghy boats [2] - the beauty of nature can be seen while riding around in the forest. However, permission to travel to the forest has to be obtained from the Ratargul Forest Beat Office.


বিছানাকান্দি-Bedwetting

বিছানাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে অবস্থিত।বিছানাকান্দি পর্যটন এলাকাটি মূলত একটি পাথর কোয়েরি যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয়।[৩] এই জায়গায় খাসিয়া পর্বতের বিভিন্ন স্তর এসে একবিন্দুতে মিলিত হয়েছে। খাসিয়া পর্বত থেকে নেমে আসা একটি ঝরনা এখানে একটি হ্রদের সৃষ্টি করেছে যা পিয়াইন নদীর সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। এখানকার শিলা-পাথর গুলো একদম প্রাকৃতিক এবং এগুলো পাহাড়ি ঢলের সাথে পানির মাধ্যমে নেমে আসে।
Bichanakandi is located in a village in Rustampur Union, Gowainghat Upazila, Sylhet District, Bangladesh. Bichanakandi is a tourist quarry where stones are collected from the river. A waterfall coming down from the Khasia Mountains has created a lake here which is connected to the Piain River. The rocks here are very natural and they come down through the water with the slope of the hill.

শ্রীমঙ্গল-Srimangal
শ্রীমঙ্গল :সিলেটি:  চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চল বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল-হাওরের পাশে ৪২৫.১৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছে।বাংলাদেশের এটিই একমাত্র জায়গা যেখানে সাত রংয়ের চা স্বাদ গ্রহণ করা যায়
Srimangal: Sylhet: This region, known as the Tea Capital, is an upazila in the northeastern part of Bangladesh, covering an area of 425.15 sq km in the southwestern part of the Moulvibazar district of Sylhet Division,It is the only place in Bangladesh where you can taste seven colors of tea.

মাধবকুণ্ড ঝর্ণা-Madhabkund waterfall
মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথারিয়া পাহাড় (পূর্বনাম: আদম আইল পাহাড়) কঠিন পাথরে গঠিত; এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া। অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা [১২ অক্টোবর ১৯৯৯-এর হিসাবমতে] প্রায় ১৬২ ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধবছড়া হয়ে প্রবহমান। সাধারণত একটি মূল ধারায় পানি সব সময়ই পড়তে থাকে, বর্ষাকাল এলে মূল ধারার পাশেই আরেকটা ছোট ধারা তৈরি হয় এবং ভরা বর্ষায় দুটো ধারাই মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র তোড়ে। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের। এই মাধবছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে।
Madhabkund Falls, also known as the largest waterfall in Bangladesh, is located in Moulvibazar district of Sylhet division. Patharia Hills (formerly: Adam's Isle Hills) are composed of solid rock; The Gangamara rhyme flows over this hill. This rhyme has become Madhabkund waterfall and has fallen down. In other words, the water flowing through the Ganges [as of 12 October 1999] falls from a height of about 162 feet and flows through Madhabchhara. Usually water flows in a main stream all the time, when the rainy season comes, another small stream is formed next to the main stream and in the rainy season, the two streams merge into one and the water flows sharply. This huge stream of water has created a huge pool below. The water of this Madhabchhara flows towards the west and merges with Hakaluki Haor.

যাতায়াত ব্যবস্থা ঢাকা টু সিলেট-Transportation Dhaka to Sylhet








      হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট,ঢাকা
          Hazrat Shahjalal International Airport ,Dhaka
                                 
                  ওসমানী ইয়ারপোর্ট, সিলেট
                   Osmani Airport ,Sylhet


                                     কমলাপুর স্টেশন ,ঢাকা
                                                   Kamalapur station Dhaka
                                                             
                                                সিলেট স্টেশন, সিলেট
                                               Sylhet station,Sylhet
                                                              গাবতলী বাস স্টেশন, ঢাকা
                                                           Gabtali Bus Station Dhaka
                                                                             ↡
                                                          সিলেট বাস স্টেশন সদর ,সিলেট
                                                       Sylhet Bus Station Sadar, Sylhet


     তাছাড়া আরও রয়েছে কিছু দর্শনীয় স্থান যা নিচে দেয়া হল:
There are also some places of interest which are given below

1: হযরত শাহজালালের দরগাহ                            1: Dargah of Hazrat Shahjalal
2:শাহী ঈদগাহ                                                    2: Shahi Eidgah
3:শাহ পরাণের মাজার                                         3: Shrine of Shah Paran 
4:গাজী বুরহান উদ্দীনের মাজার                           4: Tomb of Gazi Burhan Uddin
5:ক্বীন ব্রীজ                                                        5: Queen Bridge
6:আলী আমজদের ঘড়ি                                      6: Ali Amjad's watch
7:মালনি ছড়া চা বাগান                                        7: Malni Chhara Tea Garden
8:মুরারিচাঁদ কলেজ                                             8: Murarichand College 
9:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  9: Shahjalal University of Science and  Technology
10:মিউজিয়াম অব রাজাস                                  10: Museum of Rajas
11:টিলাগড় ইকোপার্ক                                         11: Tilagarh Ecopark
12:জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ  12: Jalalabad Ragib-Rabeya Medical College
13:জিতু মিয়ার বাড়ী                                          13: Jitu Mia's house




Post a Comment

Previous Post Next Post